Advertisement
জুমবাংলা ডেস্ক : ২০০৬ সালে বিশ্বকাপের আসরে প্রথমবার শিরোপা ঘরে তুলেছিলো স্পেনের বাস্কেটবল টিম। এরপরের দুটি বিশ্বকাপে আমেরকিার তাণ্ডবে শিরোপার দেখা পায়নি স্পেন। দীর্ঘ ১৩ বছর পর আবারও বাস্কেটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে দেশটি।
গতকাল চীনে অনুষ্ঠিত বাস্কেটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন। খেলার শুরুতেই প্রথম গোলটি করে স্পেন। দলের হয়ে বল জালে ঢুকিয়ে সর্বোচ্চ ২০ পয়েন্ট তুলে নেন রিকি রুবিও এবং ৩বার এ্যাসিস্ট করে ২০ রিবাউন্ডে এক বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন। ফাইনাল স্কোরঃ স্পেন ৯৫-৭৫ আর্জেন্টিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।