Advertisement
‘বকুলকথা’ সিরিয়ালের জনপ্রিয়তা যথেষ্ট৷ আর সিরিয়ালের বকুল তো সুপারহিট! কলকাতা থেকে ঢাকা তাকে চেনে না এমন কেউ নেই৷ সিরিয়ালে বকুলকে দেখা যায় টমবয় ভূমিকায়৷
কিন্তু বাস্তবে কেমন এই বকুল তা জানতে সকলেরই আগ্রহ অসীম৷ স্ক্রিনের বাইরে বকুল কি করেন জানা আছে?
অভিনেত্রী, সপ্তাহে প্রতিদিনই তাকে দেখা যায় টিভির পর্দায়৷ তাই নিজেকে স্লিম-ট্রিম তো রাখতেই হবে৷ সে কারণে অভিনয়ের বাইরে যেটুকু সময় তা কাটে জিমেই, শরীরচর্চা করে৷
তবে সেটা যে ঊষসী খুব একটা এনজয় করেন, তা নয়৷ তবে নায়িকা হতে গেলে এই কষ্টটাও তো করতে হয়৷ তাই তিনিও ব্যস্ত থাকছেন শরীরচর্চায় ৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।