জুমবাংলা ডেস্ক : ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমপুর নামকস্থানে প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকার চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং প্রাইভেটকারে থাকা এক পুলিশ কনস্টেবলসহ তিন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রবিবার বিকালে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল মো. রুস্তম আলী (৩৫) ও মো. শাহিনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও হাসারা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই কামরুল হাসান জানান, রবিবার বিকাল আনুমানিক ৫টার দিকে মাওয়া থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ-২২-০০৯৯) এবং বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেসের (ঢাকা মেট্রো ব-১৪-৭৯৪৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাসেদ জানান, রবিবার বিকালে ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর এলাকায় প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকার চালক ঘটনাস্থলেই মারা যায়। প্রাইভেটকারে থাকা তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে।
ধারণা কর হচ্ছে প্রাইভেটকারটি ভাড়ায় চালিত উবার হবে। নিহত চালকের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। যাত্রীবাহী বাসটি সড়কের ওপর অক্ষত অবস্থায় রেখে চালক হেলপার পালিয়ে যায় বলেও তিনি জানান। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ঢাকা মাওয়া মহাসড়কের দুর্ঘটনায় দুজন আহত ব্যক্তি ভর্তি হয়েছে। এদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল রয়েছে। তার নাম মো. রুস্তম আলী এবং অপরজনের নাম মো. শাহিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।