জুমবাংলা ডেস্ক: বাহরাইনের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর: ইউএনবি’র।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাহরাইনের বাদশা হামাদ বিন ইসা আল খলিফার কাছে পৃথক শোকবার্তা পাঠিয়েছেন বলে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
রাষ্ট্রপতি হামিদ তার বার্তায় শোকাহত পরিবারের সদস্য এবং বাহরাইনের জনগণের অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য শুভ কমনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদশাহ হামাদের মাধ্যমে বাহরাইনের জনগণ কাছে বাংলাদেশের সরকার ও জনগণ এবং তার নিজের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রিন্স খলিফার মৃত্যুতে বাংলাদেশ তার এক মহান ভাইকে হারিয়েছে।
তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং বাহরাইনের রাজ পরিবারের সদস্যরা যাতে শোক সহ্য করতে পারেন সে জন্য রহমত কামনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।