Advertisement
বিনোদন ডেস্ক: ক’রোনাভাই’রাসে আক্রান্ত হয়েছেন বাহুবলীর কাটাপ্পা ওরফে অভিনেতা সত্যরাজ। পজিটিভ হওয়ার পর থেকে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। খবর আনন্দবাজার পত্রিকার।
সত্যরাজের এক ঘনিষ্ঠজন ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ও (সত্যরাজ) খুব দ্রুত সেরে উঠছে। দু’তিন দিনের মধ্যে ও বাড়ি ফিরতে পারবে। কিন্তু বাড়িতেও এক সপ্তাহ বা তার বেশি সময় ওকে আইসোলেশনে থাকতে হতে পারে।’
এস এস রাজামৌলির ‘বাহুবলী’ ছবিতে অভিনয় করে দেশ জোড়া খ্যাতি পেয়েছিলেন এই অভিনেতা। আপাতত তাঁর আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel