‘বাহুবলী ২’র যে রেকর্ড দখলে নিল ‘পাঠান’
বিনোদন ডেস্ক: দ্রুততম হিন্দি ছবি হিসেবে ৩০০ কোটির ঘরে প্রবেশ করেছে ‘পাঠান’। এর আগে এই রেকর্ড ছিল ‘বাহুবলি টু’-এর।
ভারতের বক্স অফিসে পাঠানের প্রথম সপ্তাহের সংগ্রহ এখন পর্যন্ত ৩১৫ কোটি টাকা। ৩০০ কোটির ঘরে প্রবেশ করতে ‘বাহুবলি টু’-এর লেগেছিল ১০ দিন। সেই রেকর্ড ভেঙে ‘পাঠান’ ৩০০ কোটি রূপি আয় করেছে মাত্র ৭ দিনে।
বুধবার ট্রেড অ্যানালাসিট তরণ আদর্শ টুইট করে এই তথ্য জানিয়েছেন। টুইটে তিনি আরও জানিয়েছেন, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ (২০২২)-এর হিন্দি সংস্করণ ১১ দিনে ৩০০ কোটিতে পৌঁছেছিল। আমির খানের ‘দঙ্গল’ (২০১৬) ১৩ দিনে ৩০০ কোটি আয় করেছি। ‘সঞ্জু’ (২০১৮) এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৬) দুটি ছবিরই ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করতে ১৬ দিন সময় লেগেছে। আমিরের ‘পিকে’ (২০১৪) এবং হৃতিক রোশনের ‘ওয়ার’ ৩০০ কোটির মাইলস্টোন ছুঁতে ১৭ দিন এবং ১৯ দিন সময় লেগেছিল।
৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বক্স অফিস কাঁপিয়ে একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান’।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।