
জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিষাক্ত পিরানহা মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এই মাছ বিক্রি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেয়া হয়।
মঙ্গলবার বিকালে উপজেলার স্নানঘাটবাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার।
তিনি জানান, স্থানীয় বাজারে বিষাক্ত পিরানহাকে রূপচাঁদা মাছ বলে কেনাবেচা করছিলেন একজন ব্যবসায়ী। এ সময় মাছ ব্যবসায়ী হারুন মিয়ার কাছে বিপুল পরিমাণ পিরানহা মাছ পাওয়া যায়।
পরে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক এক মণ পিরানহা মাছ জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত হারুন মিয়া উপজেলার দক্ষিণ স্নানঘাট গ্রামের আসাদুল্লার ছেলে। পরে জব্দকৃত মাছগুলোকে উপজেলা পরিষদে গর্ত খুঁড়ে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেয়া হয়।
সম্প্রতি পিরানহা মাছ খেয়ে পার্শ্ববর্তী শ্রীমঙ্গল উপজেলায় একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকেই এ বিষয়ে তৎপর প্রশাসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


