বিনোদন ডেস্ক : রানাঘাটের প্ল্যাটফর্মের একজন ভিখারিনী থেকে নিজের প্রতিভার জেরে রাতারাতি হয়ে উঠেছিলেন একজন সোশ্যাল মিডিয়া সেন্সেশন! সমাজসেবক অতীন্দ্র রায়ের হাত ধরে পাড়ি জমিয়েছিলেন মুম্বাইয়ের প্লেব্যাক সিংগিং স্টুডিওতে। 2019 সালের এমন কোন দুর্গাপূজা মণ্ডপ খুঁজে পাওয়া যাবে না যেখানে রানু মণ্ডলের গাওয়া গান “তেরি মেরি কাহিনি” বাজেনি!
তবে বেশিদিন স্থায়ী হয়নি তার এই জনপ্রিয়তা। নিজের ক্রমবর্ধমান অহংকার এবং ঔদ্ধত্যের জেরে ফের তাকে ফিরে আসতে হয় রানাঘাটের ভাঙ্গা বাড়িতে। বর্তমানে তাঁর সেই আগের মতো জনপ্রিয়তা নেই। নাইবা আছে হাতে কোনো কাজ। তবে এখনো নানান ইউটিউবাররা তার বাড়িতে গিয়ে রানু মন্ডলের ইন্টারভিউ নিতে হাজির হন। এইবার রানুদির ইন্টারভিউ নিতে একেবারে বিদেশ থেকে উড়ে এলেন বাংলাদেশি এক তরুণী।
জনপ্রিয় বাংলাদেশী মহিলা ইউটিউবার “তহিদা অনয়” সুদূর বাংলাদেশ থেকে এসেছিলেন রানু মন্ডল এর সাক্ষাৎকার নিতে। ইউটিউবে “ভাইরাল পার্সন” নামের এক চ্যানেলে শেয়ার করা হয়েছে সেই সাক্ষাৎকার। যেখানে দেখা যাচ্ছে “তুম কেয়া জানো মোহাব্বত কেয়া হে”, “লায়লা লায়লা”, “মেহেবুবা মেহেবুবা”র মতো একের পর এক আইটেম সং গেয়ে চলেছেন রানুদি।
রানুদির কণ্ঠে গানের তালে তাল মিলিয়ে স্টেপ স্টেপ বাই স্টেপ নেচে চলেছেন সেই যুবতী। সম্প্রতি ভারত-বাংলাদেশ মৈত্রী বন্ধনের মজার এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে বেশ খোশ মেজাজে গান গাইতে দেখা গিয়েছে রানু মন্ডলকে তবে শুধুমাত্র যে তিনি গান গেয়েছেন এমনটা নয়, যুবতিটির নাচের তালে কোমর দোলাতেও ভোলেননি। ভারত বাংলাদেশ উভয় দেশের সামাজিক মাধ্যমেই ভাইরাল হয়েছে এই ভিডিও!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রানু মন্ডলের আরও একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশী এক ইউটিউবার যুবক রানু মন্ডলকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছেন, শুধু তাই নয় তাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার কথাও বলেন সেই যুবক, যদিও পুরো ঘটনাটা মজার ছলেই করেছেন ঐ যুবক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।