জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) গৃহ নির্মাণে ইসলামি শরীয়াহ্ ভিত্তিক সুদমুক্ত বিনিয়োগ কার্যক্রম শুরু করেছে। শরীয়াহ্ সম্মত সুদমুক্ত বিনিয়োগ ব্যবস্থার জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ‘মনজিল’ নামক গৃহ নির্মাণে বিনিয়োগ সংক্রান্ত একটি নতুন ঋণ পণ্য চালু করেছে।
বিএইচবিএফসির প্রধান কার্যালয়ে গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব প্রধান অতিথি হিসেবে শেখ মোহম্মদ সলীম উল্লাহ এর উদ্বোধন করেন। সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন ও শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সামাদ। সংস্থাটির রুরাল অ্যান্ড পেরি আরবান হাউজিং ফাইনান্সের প্রকল্প পরিচালক মো. আতিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা সদর, উপজেলা সদরের আশপাশের এলাকাকে (পেরি আরবান) বলা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটি চালু করা হয়েছে ইসলামি উন্নয়ন ব্যাংকের অর্থায়নে। ঋণ নিতে পারবেন ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মেট্রোপলিটন এলাকার বাইরে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষেরা।
উদ্যোগটিকে ‘সময়োপযোগী’ আখ্যা দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, ইসলামি শরীয়াহ আলোকে সুদের পরিবর্তে মুনাফা ভিত্তিক এ বিনিয়োগ ব্যবস্থাটির বহুল প্রচারের উদ্যোগ নিতে হবে। তিনি মনজিলসহ বিএইচবিএফসির সেবার মান ও প্রযুক্তি নির্ভরতা বাড়ানোর তাগিদ দেন।
জানা গেছে, গৃহ নির্মাণে অন্য সব ঋণ পণ্যের ক্ষেত্রে যেসব কাগজপত্র লাগে, এক্ষেত্রেও তাই লাগবে। বিনিয়োগের হার হবে ৮০: ২০। অর্থাৎ ৮০ টাকা পেতে গেলে ২০ টাকা নিজের থাকতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।