ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায়। ভুক্তভোগী ওই স্বামীর নাম অরবিন্দ আহিরওয়ার (৩৮)। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে অরবিন্দের স্ত্রী শিবকুমারীর (৩৫) বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
অরবিন্দের ভাই জানান, দেরি করে বাসায় ফেরা নিয়ে অরবিন্দের সঙ্গে তাঁর স্ত্রী শিবকুমারীর প্রায়ই ঝগড়া হতো। গত সোমবারও এ নিয়ে কথা কাটাকাটি হয়। ঝগড়ার পর দুজনেই ঘুমিয়ে পড়েন।
কিন্তু সবাই ঘুমিয়ে থাকার সুযোগে স্থানীয় সময় ভোর ৫টার দিকে রান্নাঘরে গিয়ে তেল গরম করে আনেন শিবকুমারী। পরে সেই ফুটন্ত তেল ঢেলে দেন ঘুমন্ত স্বামীর মুখে। এতে যন্ত্রণায় চিৎকার করে ওঠেন অরবিন্দ। চিৎকার শুনে উঠে আসেন পরিবারের বাকি সদস্যরাও। পরে তাঁকে বুন্দেলখন্দ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।