বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিলো ছাত্রদল

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়েছে ছাত্রদলের বিলুপ্ত কমিটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তারা কার্যালয়ের প্রবেশ গেটে তালা ঝুলিয়ে দেন। এ সময় তাদের ‘ছাত্রদল নিয়ে কোনও ষড়যন্ত্র হতে দেবো না’, ‘আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান’−এ ধরনের স্লোগান দিতেও দেখা গেছে।

জানা যায়, গত ৩ জুন এক প্রজ্ঞাপনে পুরোনো কমিটি বিলুপ্ত করে আগামী ৪৫দিনের মধ্যে নতুন কমিটি দেওয়ার ঘোষণা আসে ছাত্রদলের পক্ষ থেকে। সেখানে কারা ছাত্রদলে থাকতে পারবে সে বিষয়ে বলা হয়, যারা ২০০০ সালের পরে এসএসসি পাস করেছে শুধুমাত্র তারাই ছাত্রদল করতে পারবে। এ কারণেই বিলুপ্ত কমিটির অনেক নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে ওঠেন।

কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, ইশতিয়াত রহমান কবির, যুগ্ন সম্পাদক আবুল হাসান, মফিজুর রহমান আশিক ও যোগাযোগ সম্পাদক গাজী সুলতান জুয়েল সকাল ১১টার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ভবনের গেটে তালা দেন।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *