সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, যারা এই দেশের স্বাধীনতা চায়নি, ১৯৭৫ এ বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করেছে এবং ২০০৪ সালে গ্রেণেড হামলা চালিয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করেছে ১৯৭১ সালের সেই অপরাজিত শক্তিই ১০ ডিসেম্বর দেশে অরাজকতা সৃষ্টি করতে পায়তারা করছে।
বুধবার (০৭ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সদও ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খুনী তারেক রহমান লন্ডনে বসে অবৈধভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী। আগামী ১০ ডিসেম্বর জামায়াত-বিএনপি যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে শক্তহাতে তা প্রতিহত করবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: ইসরাফিল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, মানিকগঞ্জ-০২ আসনের এমপি মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশের দূরদর্শী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে দেশ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালে দেশকে উন্নত দেশে রুপান্তরিত করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্ত বিএনপি-জামায়াত সাধারণ জনগণের পাশে না দাড়িয়ে উল্টো দেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে।
সম্মেলনে মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো: ইসরাফিল হোসেন ও সাধারণ সম্পাদক পদে আফছার উদ্দিন সরকার পুন:নির্বাচিত হয়েছেন। এছাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মো: আরশেদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে পুন:নির্বাচিত হয়েছেন মো: জাহিদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সহ-সভাপতি মো: রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, আ.ফ.ম. সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।