ফরিদপুরের সালথা উপজেলায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি জনসভা ও যোগদান অনুষ্ঠান ভণ্ডুল করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির উপজেলা আমির অধ্যাপক আবুল ফজল মুরাদ।
তিনি জানান, শনিবার বিকেল ৩টার দিকে রামকান্তপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিধুপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনি জনসভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু স্থানীয় বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিধিবহির্ভূতভাবে পাল্টা সভা ডেকে শান্তিপূর্ণ অনুষ্ঠানটি ভণ্ডুল করে দেন।
অধ্যাপক মুরাদ অভিযোগ করেন,“বিএনপির কিছু নেতাকর্মী তিন-চারটি দলীয় ব্যানার তৈরি করে আমাদের সব প্রোগ্রাম ভণ্ডুলের চেষ্টা চালাচ্ছেন। বর্তমানে আমরা হুমকি ও আতঙ্কের মধ্যে আছি।”
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন,
“জামায়াতের ওই সভাস্থলে স্থানীয় বিএনপির এক নেতা জামায়াতে যোগদানের কথা ছিল। তাই কিছু নেতাকর্মী সেখানে বাধা দিয়েছে বলে শুনেছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, সালথা উপজেলা নায়েবে আমির আজিজুর রহমান মজনু, সেক্রেটারি তারিকুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল হোসেন, শ্রমিক কল্যাণের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি ওলিউজ্জামানসহ দলীয় নেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।