জুমবাংলা ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি নেতা হামিদুর রহমান রাশেদের ঈদ উপলক্ষে শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন লাগানোর জেরে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) উপজেলার বাকলজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলার বাকলজোড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী হামিদুর রহমান রাশেদের বাড়ির কেয়ারটেকার।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে দূর্গাপুর উপজেলা শহরের বিভিন্ন জায়গায় বিএনপি নেতা হামিদুর রহমান রাশেদের ব্যানার লাগাতে চাইলে উপজেলা বিএনপি নেতা জামাল মাস্টারের লোকজন ব্যানার লাগাতে বাধা দেয় ও অন্তত ৪০টি ফ্যস্টুন ভেঙে ফেলে। পরে এ নিয়ে সংশ্লিষ্ট থানায় মৌখিক ও লিখিত অভিযোগ করলে রাত সাড়ে আটার দিকে জামাল মাস্টারের নেতৃত্বে একদল অস্ত্রধারী উপজেলার বাকলজোড়া গ্রামের হামিদুর রহমানে বাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাড়ির কেয়ারটেকার শফিকুল ইসলাম নিহত হয়।
স্থানীয়দের ধারণা, শফিকুলকে হামলার সময় গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আরও বেশ কয়েকজন নারী পুরুষও আহত হন।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। তবে এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।