জুমবাংলা ডেস্ক : খুলনায় বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) বিকেলে নগরীর কেডি ঘোষ রোডে খুলনা বিএনপির মহানগর ও জেলা অফিসের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর খুলনা সদর থানার দুই উপ-পরিদর্শককে (এসআই) ক্লোজড করা হয়েছে। ঘটনা তদন্তের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে কমিটি করা হয়েছে।
ক্লোজড হওয়া ওই দুই পুলিশ সদস্য হলেন-খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল ও নিয়াবর।
কেএমপি সূত্রে জানা গেছে, এ ঘটনাকে কেন্দ্র করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাবিকুল ইসলামকে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল থেকে বিএনপির মহানগর ও জেলা অফিসের সামনে বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদুর কুশপুত্তলিকা দাহ করা হয়। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে খুলনা সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।