জুমবাংলা ডেস্ক : ব্যালট বাক্স এবং ভোটের ব্যালট লুট বা ছিনতাই বাংলাদেশের নির্বাচনে একেবারে বিচ্ছিন্ন ঘটনা নয়। এধরনের ঘটনা ঠেকাতেই এবারের ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।
এসময় নুরুল হুদা সিটি নির্বাচন ঘিরে প্রার্থীদের নানা আশঙ্কার ব্যাপারেও কথা বলেন। বিএনপি প্রার্থীদের অহেতুক হয়রানি ও গ্রেফতার করা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের সময় যাতে বিএনপি প্রার্থীদের অহেতুক হয়রানি ও গ্রেফতার যাতে না করা হয় সেজন্য পুলিশকে নির্দিষ্ট নির্দেশনা শীঘ্রই দেয়া হবে। এ নিয়ে চিন্তার কিছু নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


