বিকাশ এজেন্টদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

জুমবাংলা ডেস্ক : একটি সরকারি সংস্থার বরাত দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জনপ্রিয় ব্যক্তিত্ব মাহবুব কবির মিলন জানিয়েছেন, ‘বিকাশ এজেন্টরা ক্যাশ ইন করার তথ্য টাকার বিনিময়ে বিক্রি করে থাকে।’

বুধবার (২২ জুলাই) রাতে নিজের ভ্যারিফাইড ফেসবুক ওয়ালে একটি পোষ্টের মাধ্যমে তিনি এসব তথ্য জানান।

সেখানে তিনি লিখেন “এক সরকারি সংস্থার তদন্তে জানা গিয়েছে যে, bKash এজেন্টরা ক্যাশ ইন করার তথ্য টাকার বিনিময়ে বিক্রি করে থাকে। তারা যে খাতায় তা লিপিবদ্ধ করে, সে খাতার পাতা বিক্রি করে ভাল অর্থ পায়। তথ্যের ভ্যালু যত বেশি, বিনিময় মূল্য তত বেশি।

সবচেয়ে ভাল উপায় হচ্ছে নিজে একাউন্ট খুলে ফেলুন এবং ব্যাংকের আই-ব্যাংকিং একাউন্ট বা সফটওয়্যার থেকে টাকা ক্যাশ ইন করুন। এখন প্রায় সব ব্যাংক আই-ব্যাংকিং চালু করেছে। এছাড়াও ক্রেডিট কার্ড থেকেও টাকা ক্যাশ ইন করতে পারবেন।

আমি তাই করছি, বিকাশে অনেক টাকা ক্যাশ ইন করার পরেও কেউ ফোন করল না। আহা! কেউ যদি ফোন করে পিন আর ওটিপি চাইত, তাহলে কতই না মজা হত!!!

বাইরে তথ্য যত কম যাবে, আপনি তত নিরাপদ থাকবেন।

একটি ভাল প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে দিয়েছি। সেটাতে আপনি পিন বা ওটিপি কাউকে দিয়ে দিলেও আপনার একাউন্ট থেকে টাকা নিতে পারবে না। সমস্যা হচ্ছে কাজটা গতি পাচ্ছে না করোনার কারণে।”

তার এই পোষ্টটিতে প্রচুর কমেন্টস এবং শেয়ার হয়েছে।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *