বিকাশের মাধ্যমে সিটি ব্যাংক ক্ষুদ্রঋণ দেওয়া শুরু করেছে অনেকদিন আগে থেকেই। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে সিটি ব্যাংক এবং বিকাশ একসাথে জোট বেঁধে এই উদ্যোগ নিয়েছে।
এ পদ্ধতিতে ক্ষুদ্রঋণ পেয়ে থাকেন বিকাশের সব গ্রাহকরা। যারা বায়োমেট্রিক এর বাইরে সনাতন পদ্ধতিতে বিকাশ একাউন্ট করেছেন তারাও পাবেন। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) প্রযুক্তি বিকাশ গ্রাহকদেরকে শনাক্ত করে থাকে যারা ঋণ পাওয়ার জন্য উপযুক্ত।
বিকাশ গ্রাহক যাদের ই-কেওয়াইসি রয়েছে তাদের মধ্যে থেকে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার গ্রাহক সিটি ব্যাংকের মাধ্যমে বিকাশ থেকে ক্ষুদ্রঋণ সুবিধা পেয়েছে। ১৫ হাজার গ্রাহক গড়ে প্রায় ৩০০০ টাকা ঋণ নিয়েছেন বিকাশ থেকে। এখন পর্যন্ত ঋণ প্রাপ্ত গ্রাহকরা সিটি ব্যাংক থেকে বিকাশের মাধ্যমে প্রায় ৫ কোটি ৫ লাখ টাকা ঋণ নিয়েছেন।
সিটি ব্যাংক জানিয়েছে, চলতি বছরে বিকাশের মাধ্যমে ১০০ কোটি টাকা ঋণ বিতরণ করার প্ল্যান আছে তাদের।
আরও পড়ুন: মাসজুড়ে নগদের ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক
ঋণ প্রদানের এই সহজ পদ্ধতিতে যদি বিকাশের নতুন পুরনো সব গ্রাহকরা অন্তর্ভুক্ত হয় তাহলে এটা হবে একটা যুগান্তকারী অধ্যায়। উদ্যোগটি দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।