বিনোদন ডেস্ক: বিগ বসের বিতর্কিত প্রতিযোগী স্বামী ওম আর নেই। গাজিয়াবাদের অঙ্কুর বিহারে আজ সকালে মৃত্যু হয় বিগ বসের প্রাক্তন প্রতিযোগীর। দিল্লির নিগম বোধ ঘাটে আজই সমাধিস্ত করা হবে স্বঘোষিত এই ধর্মগুরুকে। গত ৩ মাস আগে করনোায় আক্রান্ত হন ওম। করোনা থেকে সেরে উঠলেও, তার শরীর ভাল ছিল না। করোনা থেকে সেরে ওঠার পর বিশেষ হাঁটাচলা করতে পারতেন না তিনি।
বিগ বস ১০-এর সিজনে সালমানের শোয়ে হাজির হন স্বামী ওম। যেখানে বসের ঘরের একাধিক প্রতিযোগীর সঙ্গে বিবাদে জড়ান স্বঘোষিত এই ধর্মগুরু। এমনকী, বিগ বসের ঘরে প্রকাশ্যে মূত্রত্যাগের অভিযোগও ওঠে স্বামী ওমের বিরুদ্ধে।
যেখানে বসের ঘরের দুই প্রতিযোগী রোহন মেহরা এবং বাণী জে-র দিকে স্বামী ওম কেন প্রস্রাব ছুঁড়ে দেন, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায় এক সময়। এমনকী, বসের ঘরের অন্য প্রতিযোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করায় শেষ পর্যন্ত জেলে ভরা হয় তাকে। ওই ঘটনার পরপরই বিগ বসের ঘর থেকে বের করে দেওয়া হয় স্বামী ওমকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


