ছবির গল্প থেকে ছবি হিটের ফর্মুলা— বলিউড টলিউডের মধ্যে আদান-প্রদান চলতেই থাকে। এবার চর্চা শুরু দেব আর রুক্মিণী মৈত্রের মান-অভিমান নিয়ে।
সেই অভিমানেই নাকি দেবকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন রুক্মিণী। এই জায়গা থেকেই টলিপাড়ার কেউ কেউ দাবি করছেন, দেব আর তার ‘দেবী’র এই বিচ্ছেদও নাকি সুপরিকল্পিত।
ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে। ‘খাদান’ ছবির প্রচারে বেরিয়েছিলেন দেব, ইধিকা পাল, যিশু সেনগুপ্ত-সহ ছবির গোটা দল। ছবির নায়ক রসিকতা করে ক্যামেরার সামনে জানান, তিনি ‘সিঙ্গেল (একলাই)’ এই ভিডিওই নাকি দুই অভিনেতার মনোমালিন্যের কারণ।
জানা গেছে, এর পরেই আচমকা দেবকে ‘আনফলো’ করেন রুক্মিণী। অথচ ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু’জনেই। সেখানে মুখ্যমন্ত্রী মমতার সৌজন্যে রুক্মিণীর দেওয়া উত্তরীয় দেবের গলায় পৌঁছেছে।
সত্যিকারের মান-অভিমান থাকলে এই ঘটনায় অস্বস্তিতে পড়ার কথা উভয়েরই। কিন্তু সে দিন কোনও অস্বস্তি বা বিস্ময় তো ছিলই না বরং দেব-রুক্মিণী হাসতে হাসতে ঘটনা উপভোগ করেন।
সত্যিই যদি কিছু সমস্যা থেকে থাকে, তা হলে রুক্মিণীকে অন্তত সে দিনের অনুষ্ঠানে ও ভাবে দেখা যেত না। যদিও পরে করতে আসরে নামেন অভিনেত্রীর সহকারী বলেন, দেবকে ‘আনফলো’ করার ঘটনাটি নাকি ভুলবশত ঘটে গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।