পরে স্থানীয়রা শিশুর কান্না শুনে ঘরে ঢুকে দেখেন বিছানায় মা ও মেয়ের অচেতন মরদেহ পড়ে আছে।
সোমবার রাত ১টার দিকে পুঠিয়া উপজেলা পৌরসভার ৩নং ওয়ার্ডের গোপালহাটি ফকিরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই এলাকার ফিরোজ আলীর স্ত্রী পলি খাতুন (২০) ও তার মেয়ে ফারিয়া (৫ মাস)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফিরোজ আলী পুঠিয়া পৌরসভার ৩নং গোপালহাটি ওয়ার্ডের ফকিরপাড়া মহল্লায় স্ত্রী, আড়াই বছরের ছেলে ও পাঁচ মাস বয়সী কন্যাশিশুকে নিয়ে বসবাস করত।
সোমবার রাত ১টার দিকে স্ত্রী পলি খাতুন ও পাঁচ মাস বয়সী শিশুকন্যা ফরিহাকে বালিশচাপা দিয়ে হত্যা করে ফিরোজ। ঘুমিয়ে থাকার কারণে আড়াই বছরের ছেলে ফাহিম আলী বেঁচে যায়।