জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অগ্রযাত্রায় অবদান রাখতে আবারও নির্বাচনের মাঠে নেমেছে ফোরাম প্যানেল। বিজিএমইএ ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে অংশগ্রহণের জন্য এবারের নির্বাচনে তারা ৩৫টি পরিচালক পদের জন্য প্রার্থীদের মনোনয়ন নিশ্চিত করেছে। প্যানেল লিডার হিসেবে আছেন রাইজিং ফ্যাশন লিমিটেডের মাহমুদ হাসান খান বাবু।
ফোরাম প্যানেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোরাম বরাবরই দায়িত্বশীল নেতৃত্ব, টেকসই শিল্প উন্নয়ন এবং স্বচ্ছ পরিচালনায় বিশ্বাসী। এই নির্বাচনে ফোরাম প্যানেলের প্রার্থীরা বিভিন্ন অঞ্চল, আকার এবং ধরনের গার্মেন্টস প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন, যারা রপ্তানি প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক কল্যাণ এবং নীতি সংস্কারে নিজেদের প্রমাণ করেছেন।
ওই প্রার্থীরা নির্বাচিত হলে যে কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজ করবেন, তার একটি তালিকা বা প্রতিশ্রুতি দিয়েছে ফোরাম। এর মধ্যে পোশাকশিল্পের জন্য পৃথক মন্ত্রণালয় তৈরি করা, এসএমই ও নতুন উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সব রকম সহযোগিতা প্রদান করা, কাস্টম অডিট প্রক্রিয়া আউটসোর্সিং করা যাতে উদ্যোক্তাদের সময় ও অর্থের অপচয় বন্ধ হয়; শিল্পের নিরাপত্তা, শ্রম অধিকার ও পরিবেশ সুরক্ষা; ক্রেতার জবাবদিহিতা নিশ্চিত করা ও নতুন বাজার সম্প্রসারণ করা; বিজিএমইএ ইউনিভার্সিটিকে বিজিএমইএর তত্ত্বাবধানে পুনর্গঠন করা; প্রকৃত রপ্তানিকারকদের বিজিএমইএতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা; এলডিসি গ্রাজুয়েশনের পর জিএসপি প্লাস প্রাপ্তিতে শিল্পকে প্রস্তুত করা ও বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ/পিটিএ প্রতিষ্ঠায় সরকারের সঙ্গে কাজ করা; প্রতিটি নির্বাচিত প্যানেল মেম্বারদের ৫০টি করে ফ্যাক্টরির সমস্যা সমাধানের জন্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেয়া; শিল্প জোনভিত্তিক ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল প্রতিষ্ঠা করা; রুগ্ন ও ক্ষতিগ্রস্ত শিল্পের যথাযথ এক্সিট পলিসি নিশ্চিত করা এবং বহির্বিশ্বের ক্রমাগত নীতি পরিবর্তনের মধ্যেও শিল্পের সক্ষমতা ধরে রাখতে কাজ করা।
ফোরাম বিশ্বাস করে, এখনই উপযুক্ত সময় অভিজ্ঞতা ও উদ্ভাবনের মাধ্যমে একটি জবাবদিহিতামূলক বিজিএমইএ প্রতিষ্ঠা করে দেশের পোশাকশিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার। এই লক্ষ্যে ফোরামের প্রার্থীরা প্রতিশ্রুতিবদ্ধ কাজের মাধ্যমে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।