জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার ভোমরা সীমান্তে এক মানবিক উদ্যোগের মাধ্যমে বিজিবি ও বিএসএফ আন্তরিকতায় ভারতে বসবাসরত এক মেয়ে তার প্রয়াত মায়ের মুখ শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন। এ ঘটনার পর কেউ কেউ বলছে বিজিবি বিএসএফ নজির স্থাপন করেছে আর তাতে জয় হয়েছে মানবতার।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি) জানান, সীমান্তে এই ধরনের মানবিক কর্মকাণ্ড পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানানো হয়, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) সাতক্ষীরা জেলার দেবহাটা গ্রামের বাসিন্দা আসিয়া বেগম (৮০) মৃত্যুবরণ করেন। তার মেয়ে শরিফা বেগম (৪৮), যিনি ভারতে বসবাস করেন, মায়ের মরদেহ শেষবার দেখার অনুরোধ জানান। বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ যৌথভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
পরিকল্পনা অনুযায়ী, ভোমরা আইসিপি এলাকায় মেইন পিলার ৩-এর কাছে দুপুর ১২টা ২৫ থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত মৃত ব্যক্তির আত্মীয়দের সঙ্গে শেষবারের মতো দেখা করার সুযোগ দেয়া হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত জনসাধারণ বিজিবির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
বিজিবির কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে, যা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।