ভারতের নির্বাচন কমিশন যেন ক্ষমতাসীন বিজেপির ‘ললিপপ’ না হয়, সেজন্য কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দলকে রীতিমতো তুলোধুনো করেছেন তিনি।
মঙ্গলবার (২৬ আগস্ট) বর্ধমান জেলার প্রশাসনিক সভায় ভারতের কেন্দ্রীয় সরকারের কার্যকলাপ নিয়ে এমন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।
মমতা ব্যানার্জী বলেন, ভোটের সময় এলেই তারা এনআরসি নিয়ে আসে, ভোটের তালিকা থেকে নাম কেটে দেওয়ার চেষ্টা করে।
এরপরেই নির্বাচন কমিশনের উদ্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমি নির্বাচন কমিশনকে সম্মান করি, কিন্তু অনুরোধ করবো বিজেপির ললিপপ হবেন না।
বাংলাভাষীদের ওপর নিপীড়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভারতের যেমন পাঞ্জাব রয়েছে, তেমন পাকিস্তানেও একটা পাঞ্জাব প্রদেশ রয়েছে। কই তা নিয়ে কিছু বলেন না? আর আমাদের পাশে বাংলাদেশে আছে। কিন্তু বাংলাদেশ তো আর আমি তৈরি করিনি।
মমতা ব্যানার্জী বলেন, আজ যদি মানুষ বাংলায় কথা বলে, তাদের হোটেল দেওয়া হয় না, কাজ দেওয়া হয় না, পড়াশোনার সুযোগ দেওয়া হয় না। আমরা বাংলায় কথা বলবো। আমরা তাদের সম্মান করি। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ভাষা যদি এক হয়, আমি কি করতে পারি।
এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে কড়া ভাষায় তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর থেকে এমনটা আশা করি না। আমি তার চেয়ারের সম্মান করি, কিন্তু তাকেও আমাদের চেয়ারকে সম্মান করতে হবে। তিনি কেন বলবেন, বাংলায় চোর আছে, তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ বড় চোর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।