আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তুমুল নির্বাচনের লড়াই। হামলা-মামলা যেন লেগেই আছে। বিশেষ করে বিজেপি আর তৃণমূলের সংঘর্ষ। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে দুটি পৃথক জায়গায় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বিজেপির নেতাকর্মীরা। আর এ ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠছে তৃণমূলের দিকে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় প্রথম ঘটনাটি ঘটে পাদ্রীকুঠি এলাকায়। এদিন দলীয় পার্টি অফিসের সামনে হোলি খেলারত অবস্থায় হামলার শিকার হন বিজেপি কর্মীরা।
বিজেপি নেতারা অভিযোগ করে বলেন, তাদের উপর কৃষ্ণ দাস প্রধান হেমব্রমের নেতৃত্বে অস্ত্র, লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। হামলায় কান কেটে যায় ৩৫ বছরের রাজীব রায়ের। সেই সঙ্গে মাথায় কোপও লাগে তার।