Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : নারীদের গরু হিসেবে উপস্থাপন করে একটি বিজ্ঞাপনচিত্র বানিয়েছিল দক্ষিণ কোরিয়ার দুধ কোম্পানি সিউল মিল্ক। বিজ্ঞাপনটি প্রকাশের পরপরই তীব্র সমালোচনার মুখে পড়ে কোম্পানিটি। পরে এই বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়। কোম্পানিটি ক্ষমাও চেয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, সিউল মিল্কের ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি গোপনে একটি মাঠে একদল নারীর ছবি তুলছেন, যারা পরে গরুতে পরিণত হয়।
সিউল মিল্কের মূল সংস্থা সিউল ডেইরি সমবায় ক্ষমা চেয়ে বলেছে, গত মাসের ২৯ তারিখে প্রকাশিত দুধের বিজ্ঞাপনে যারা অস্বস্তি বোধ করেছেন তাদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করছি। এ বিষয়ে একটি অভ্যন্তরীণ পর্যালোচনা পরিচালনা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।