বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : একপ্রকার সুখবরই জানাল মেটা। পণ্যের প্রচারণার জন্য বিজ্ঞাপন তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার এআই টুল আনছে মেটা। ফলে অনেকটাই ঝুট ঝামেলা ছাড়া তৈরি করা যাবে যে কোন পণ্যের বিজ্ঞাপন। এ জন্য কাজও শুরু করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি।
মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) অ্যান্ড্রু বসওয়ার্থ বলেছেন, চলতি বছর মেটা এমন একটি এআই টুল আনছে যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সহজেই ভালোমানের বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। শুধু তা–ই নয়, নির্দিষ্ট শ্রেণির ক্রেতাদের জন্য আলাদা বিজ্ঞাপনও তৈরি করা যাবে। চলতি বছরেই টুলটি উন্মুক্ত করা হবে।
জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা টুলের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে মানসম্মত বিজ্ঞাপন তৈরির জন্য কাজ করছে মুভিও, সিকোইয়া ক্যাপিটাল চায়না এবং বাইডু ভেঞ্চার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।