বিজ্ঞাপন থেকে সরে আসবেন মাস্ক, নতুন যে সিদ্ধান্ত নিচ্ছেন টুইটার বস
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: টুইটার নিয়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন এর নতুন মালিক ইলন মাস্ক। অর্থ খরচ করে ব্লু ব্যাজ সুবিধা চালু করার পর এবার বিজ্ঞাপন থেকে অর্থ আয়ের সুযোগ কমিয়ে আনার ঘোষণা দিয়েছে মাস্ক। এর ফলে কিছু কিছু অ্যাকাউন্ট উচ্চমূল্যের বিনিময়ে বিক্রি করা হবে। গতকাল শনিবার এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন। খবর এনডিটিভির
টুইটে ইলন মাস্ক আরও বলেছেন, টুইটারে বিজ্ঞাপন অনেক বেশি আসে এবং তা টুইটারের রাজস্ব আয়ের বড় উৎস। এসব বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের শুরুর দিকে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কেনেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। তখন থেকেই গুঞ্জন ছিল, তিনি পুরো টুইটার-ই কিনে নেবেন। শেষমেশ সেই গুঞ্জন সত্যি হয়।
টুইটার কিনে নেওয়ার পরই পরিবর্তনের ঝড় শুরু করেছেন মাস্ক। তার এমন আচরণের ফলে অনেকেই টুইটার ব্যবহার ছেড়ে দিয়েছেন।
মাস্ক দায়িত্ব নেওয়ার পরই ছেঁটে ফেলেন টুইটারের তৎকালীন সিইও পরাগ আগরওয়ালকে। এরপর আরও হাজারখানেক কর্মী ছেঁটে ফেলেন তিনি। যাদের ছাঁটাই করা হয়নি, তারাও আত্মসম্মান বজায় রাখতে টুইটার ছাড়েন।
এবার তার ছাড়াই ওয়াইফাইয়ের মতো বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিদ্যুৎ!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



