মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। ২০২১ সালে দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেলে বিটকয়েন ব্যবহারে আইনি পদক্ষেপ নেন। দেশটি তখন সরকারিভাবে ভার্চ্যুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট চিভো চালু করে। এখন ওয়ালেটটি বেসরকারীকরণ বা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মধ্য আমেরিকার দেশটির সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ১৪০ কোটি মার্কিন ডলার ঋণচুক্তি করার পর এ ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির ন্যাশনাল বিটকয়েন অফিসের পরিচালক স্টেসি হারবার্ট এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, এল সালভাদরে বিটকয়েন চালু থাকছে, চিভো বিক্রি করা হবে বা বন্ধ করা হতে পারে।
দেশটির সরকার ২০২১ সালের সেপ্টেম্বরে নাগরিকদের জন্য বিটকয়েনে অর্থ প্রদান করতে ওয়ালেট চালু করে। ওয়ালেট বন্ধ করলেও এল সালভাদর বিটকয়েন রিজার্ভের জন্য বিটকয়েন ক্রয় চালিয়ে যাবে। আইএমএফের সঙ্গে ঋণচুক্তির অধীনে প্রাইভেট সেক্টর বিটকয়েন স্বেচ্ছায় কেনাবেচা করতে পারবে। পাবলিক সেক্টরের জন্য বিটকয়েন-সম্পর্কিত অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিটকয়েনের মধ্যে লেনদেন ও কেনাকাটা সীমাবদ্ধ থাকবে এখন থেকে।
২০২১ সালে এল সালভাদর বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে আইনি স্বীকৃতি দেয়। রেমিট্যান্স-নির্ভর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিটকয়েনকে আইনি স্বীকৃতি দেওয়া হয়। সেন্ট্রাল আমেরিকান ইউনিভার্সিটির একটি সমীক্ষা অনুসারে, ২০২৩ সালে প্রায় ৮৮ শতাংশ সালভাডোরান বিটকয়েন ব্যবহার করেননি। দেশটির ন্যাশনাল বিটকয়েন অফিস অনুসারে, এল সালভাদর প্রায় ৫৮২ মিলিয়ন ডলার মূল্যের ৫ হাজার ৯৬৯টি বিটকয়েনের মালিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।