বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব। সিনেমা নিয়ে যে সকল festival বিশ্বজুড়ে আয়োজিত হয়েছে সেখানে ফিচার ফিল্মের আধিপত্য ছিল। যেসব ফিচার ফিল্ম এবার একাধিক পুরস্কার জিতেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের আর্টিকেলে।
এ ধরনের ফেস্টিভালে স্থানীয় এবং আন্তর্জাতিক অনেক সিনেমা প্রচারিত হয়েছে। তবে এবারের ফেস্টিভালে ফিচার ফিল্মের আধিপত্য লক্ষ্য করা যায়। কান চলচ্চিত্র উৎসব, টোকিও চলচ্চিত্র উৎসব, গুসান চলচ্চিত্র উৎসব, গোল্ডেন গ্লোব এওয়ার্ড, গোথাম সিটি অ্যাওয়ার্ড এর মত জনপ্রিয় ফেস্টিভ্যাল এ বেশ কয়েকটি সিনেমা বেশ আলোচিত হয়েছে।
এ সমস্ত সিনেমা পুরস্কার ও নমিনেশন জিতে নিয়েছে। ’পাস্ট লাইভস’ একটি আমেরিকান রোমান্টিক ঘরনার সিনেমা। সিনেমাটি সমালোচকদের কাছ থেকে ব্যাপকভাবে ইতিবাচক সাড়া নিতে সক্ষম হয়েছে। গানের চিত্রনাট্য ও পরিচালনা ইউনিক ছিল।
এ সিনেমায় অভিনেতা এবং অভিনেত্রীর পারফরম্যান্স অনেক প্রশংসা অর্জন করেছে। আমেরিকান ফিল্ম ইন্সটিউট এ বছর সেরা ১০ সিনেমার মধ্যে এটিকে অন্তর্ভুক্ত করেছে। সিনেমাটি গোল্ডেন গ্লোব এওয়ার্ড সহ অনেক পুরস্কার জিতে নিয়েছে। টাইগার স্টারস সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এবছর সিনেমাটি বেশ আলোচনায় চলে এসেছে। ১১ বছর বয়সী একটি মেয়ের বয়সন্ধিকালীন নানা শারীরিক পরিবর্তনের ঘটনা তুলে ধরা হয়েছে এ সিনেমাতে।
লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল এ সিনেমাটি পুরস্কার জিতেছে। International Fantastic Film এর পুরস্কার জিতেছে এটি। হরর ঘরনার সিনেমা ’In Flames’ নিয়ে আলোচনা না করলেই নয়। পাকিস্তানি পরিচালক জারান খান এ সিনেমাটি পরিচালনা করেছেন। সিনেমাটি বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। ২৮ তম গুসান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে সিনেমাটি। ভিন্ন ভিন্ন বিভাগে সিনেমাটি পুরস্কার অর্জন করে নিয়েছে।
আপন এন্ট্রি, এনাটমি অফ আ লাইফ সহ বিভিন্ন ফিচার ফিল্ম এ বছর রিলিজ পেয়েছে। দর্শকরা মানবিক গল্পের সিনেমা বেশি প্রাধান্য দিতে শুরু করেছে। এ কারণে ফিচার ফিল্ম বেশ জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। তাই এ ধরনের সিনেমা তৈরিতে আগ্রহ প্রকাশ করছে নির্মাতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।