Advertisement
স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে হারলেই হোয়াইটওয়াশ। এমন সমীকরণের ম্যাচে লিটন- তামিমের রেকর্ড গড়া ওপেনিং জুটির উপর ভর করে জয় পেয়েছে টাইগাররা।
এদিকে, এই ম্যাচ দিয়েই অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি।
সিলেটের মাঠে দারুণ জয়ে বিদায়ের দিনে বন্ধু সাকিবকে সবচেয়ে বেশি ম্যাচ করছেন মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনের আগে মাশরাফির অনুভুতি জানতে চায় উপস্হাপক গৌতম ভিমানি। এসময় মাশরাফি সাকিবকে মিস করার কথা বলেন।
মাশরাফি বলেন, ‘আজকের এই দিনে সবচেয়ে বেশি মিস করছি সাকিব আল হাসানকে। যদি এখানে সাকিব থাকতো তবে আরো ভিন্ন হতে পারতো। মিস ইউ লট সাকিব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।