জুমবাংলা ডেস্ক: ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলীয় ভ্লগার লিউক ডামান্টকে হেনস্তাকারী বৃদ্ধকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি অধ্যাদেশে ১০০ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
সোমবার (৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) নাদিয়া ফারজানা।
অস্ট্রেলিয়ান নাগরিক ও ভ্লগার লিউক ডামান্ট চারদিন আগে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। সেখানে দেখা যায়, কারওয়ান বাজার থেকে একজন বয়স্ক লোক তার সঙ্গে বিরক্তিকর আচরণ করছে। লিউক ডামান্টের ফেসবুকে প্রায় ৩.২ মিলিয়ন ফলোয়ার। ভিডিওটি ফেসবুকে আপলোড করা হলে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ফেসবুকে তার এ ভিডিওটি ৯.২ মিলিয়ন ভিউ হয়েছে। সেটার ক্যাপশনে লেখা ছিল ‘বাংলাদেশে গেলে এই লোককে এড়িয়ে চলুন।’
নাদিয়া ফারজানা বলেন, বিষয়টি ট্যুরিস্ট পুলিশের নজরে আসলে তেজগাঁও থানা পুলিশকে জানানো হয়। তেজগাঁও থানা পুলিশ হাতিরঝিল থানার একটি টিমের সহায়তায় গতকাল রবিবার রাতে রাজধানীর কারওয়ান বাজার ক্রসিংয়ের কাছ থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম মো. কালু। গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।
এদিকে তাকে গ্রেফতার করায় ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন লিউক ডামান্ট। তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর জানিয়ে লিখেছেন, সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ।
তিনি বলেন, এই ভিডিওটি পোস্ট করার পর থেকে, আমি বাংলাদেশের জনগণের কাছ থেকে ১০০০টির মতো বার্তা পেয়েছি। তারা আমার অভিজ্ঞতার জন্য দুঃখপ্রকাশ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।