Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বিদেশের ডাক্তারি ডিগ্রি নিয়ে সন্দেহ
    জাতীয় স্বাস্থ্য

    বিদেশের ডাক্তারি ডিগ্রি নিয়ে সন্দেহ

    জুমবাংলা নিউজ ডেস্কDecember 4, 20204 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: ১২ জন বাংলদেশি চিকিৎসক চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বলে যে এমবিবিএস সার্টিফিকেট জমা দিয়েছিলেন তা ভুয়া প্রমাণিত হয়েছে৷ এ নিয়ে সংকটে পড়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)৷ খবর ডয়চে ভেলের।

    বিদেশ থেকে যারা এমবিবিএস ডিগ্রি নিয়ে বিএমডিসির রেজিষ্ট্রেশন করিয়েছেন তাদের সবার সনদ আবার পরীক্ষা করার কথা ভাবছে তারা৷

    বিএমডিসির নির্বাহী সদস্য ডা. ইকবাল আরসালান খান জানান, এজন্য বিএমডিসিসির আইন পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে৷ কারণ, অভিযোগ না পেলে নিজ উদ্যোগে কোনো কিছুর তদন্তের ক্ষমতা বিএমডিসির নেই৷ তার ধারণা, এরকম আরো ভুয়া বিদেশি এমবিবিএস ডিগ্রিধারী থাকতে পারেন৷ তিনি বলেন, ‘‘আমাদের কাছে আরো কিছু অভিযোগ আছে৷ আমরা তার তদন্ত করছি৷ শুধু বিদেশি নয়, বাংলাদেশের কিছু এমবিবিএস সার্টিফিকেট নিয়েও অভিযোগ আছে৷’’

    এর আগে রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের এরকম তিনটি ভুয়া এমবিবিএস সার্টিফিকেট ধরা পড়েছিল বলে বিএমডিসি সূত্রে জানা গেছে৷

    এবার যে ১২ জনের ভুয়া সার্টিফিকেট ধরা পড়েছে, তারা চীনের তাইসান মেডিকেলে বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস পাসের সার্টিফিকেট দাখিল করে বিএমডিসির রেজিষ্ট্রেশন নিয়েছিলেন৷ দুদক ওই ১২জন এবং বিএমডিসির সাবেক রেজিষ্ট্রার মোহাম্মদ জাহিদুল হক বসুনিয়া ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন খানের বিরুদ্ধে মামলা করেছে৷

    ধরা পড়া ১২ জন ভুয়া চিকিৎসক হলেন, কুমিল্লার বড়ুরা উপজেলার মো. ইমান আলী ও মোহাম্মদ মাসুদ পারভেজ, সাতক্ষীরার তালা উপজেলার সুদেব সেন, টাঙ্গাইলের কালিহাতীর তন্ময় আহমেদ, ভোলার দৌলতখানের মো. মাহমুদুল হাসান, চাঁদপুরের মতলবের মো. মোক্তার হোসাইন, ঢাকার সাভারের মো. আসাদ উল্লাহ, গাজীপুরের কালিয়াকৈরের মো. কাউসার, নারায়ণগঞ্জের রূপগঞ্জের রহমত আলী, বাগেরহাট সদরের শেখ আতিয়ার রহমান, ফেনীর দাগনভুঁইয়ার মোঃ সাইফুল ইসলাম এবং সিরাজগঞ্জ সদরের মো. আসলাম হোসেন৷

    এই জালিয়াতির ঘটনা আড়াই বছর আগে প্রথম যখন ধরা পড়ে বিএমডিসি তখনই ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছিল৷ তারা এখন পলাতক৷

    জালিয়াতির উৎস

    বাংলাদেশের যারা বিদেশ থেকে এমবিবিএস ডিগ্রি নেন, তাদের বিএমডিসির রেজিষ্ট্রেশন পেতে হলে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস থেকে সার্টিফিকেট সত্যায়িত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিএমডিসিতে আবেদন করতে হয়৷ এরপর বিএমডিসি একটি পরীক্ষা নেয়৷ পরীক্ষায় পাশ করলে প্রথমে ইন্টার্নি করার জন্য সাময়িক এবং ইন্টার্নি শেষ হলে স্থায়ী রেজিষ্ট্রেশন পায়৷ কিন্তু বিএমডিসি নিজ উদ্যোগে তাদের ওই সার্টিফিকেট আর চেক করতো না৷ দুদকের মামলার আসামি ওই সময়ে বিএমডিসির রেজিষ্ট্রার মোহাম্মদ জাহিদুল হক বসুনিয়া বলেন, ‘‘যেহেতু দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় ভেরিফাই করে দিত, তাই আমরা আর চেক করার প্রয়োজন মনে করতাম না৷ ওই জালিয়াতি ধরা পড়ার পর আমরা নিয়ম পরিবর্তন করে প্রতিষ্ঠান থেকেও সার্টিফিকেট চেকের নিয়ম করি৷ তবে আরো আগে আমরা বিদেশি সার্টিফিকেট সরসারি গ্রহণ করতাম৷ কোনো ধরনের চেকই করা হতো না৷’’

    ডা. ইকবাল আরসালান খান বলেন, ‘‘আসলে আমাদের সিস্টেমে গলদ ছিল৷ আমরা যদি নিজেরা প্রতিষ্ঠান থেকে আগেই চেকের ব্যবস্থা করতাম, তাহলে এই জালিয়াতি সম্ভব হতো না৷’’

    এই ১২ জনের সার্টিফিকেট ভুয়া হলেও তারা বিএমডিসির পরীক্ষায় পাস করেছিল বলে জানান মোহাম্মদ জাহিদুল হক বসুনিয়া৷

    নানা পর্যায়ে কথা বলে জানা গেছে, এই জালিয়াতি কয়েক পর্যায়ে হতে পারে৷ প্রথমত, বিদেশি প্রতিষ্ঠানগুলোতেই একটি চক্র থাকতে পারে যারা ভুয়া সার্টিফিকেটের ব্যবসা করে৷ কিন্তু তাদের সাথে দূতাবাসের লোকজন জড়িত না থাকলে সেটা সত্যায়ন করা সম্ভব নয়৷ আবার এই ভুয়া ডিগ্রিধারীদের বিএমডিসির পরীক্ষায় পাস করাও বিস্ময়কর৷ তাই বিএমডিসির কোনো চক্রও এর সঙ্গে জড়িত থাকতে পারে৷ আবার সার্টিফিকেট, দূতাবাসের সত্যায়ন থেকে শুরু করে সবকিছুর পেছনেই দেশে একটা সংঘবদ্ধ চক্র কাজ করে থাকতে পারে৷ বিএমডিসিতে এটা দেখার দায়িত্ব রেজিষ্ট্রার এবং প্রশাসনিক কর্মকর্তার৷ তবে রেজিষ্ট্রার মোহাম্মদ জাহিদুল হক বসুনিয়া দাবি করেন, ‘‘আমার কোনো সংশ্লিষ্টতা নেই৷ তখন যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই ওই ১২ জনকে রেজিষ্ট্রেশন দেয়া হয়েছিল৷ পরে আমরাই জালিয়াতি ধরতে পারি৷’’

    তবে ডা. ইকবাল আরসালান খান বলেন, ‘‘ওই ১২ জনের বিরুদ্ধে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছিলাম৷ চীনের ওই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা কয়েকজন বাংলাদেশি ছাত্র লিখিত অভিযোগ দিয়েছিল৷ অভিযোগের তদন্ত করতে গিয়ে আমরা সত্যতা পাই৷’’

    তখনই থানায় মামলা করা হলেও তারা এখনো গ্রেপ্তার হয়নি৷

    এখন দুদক তদন্ত করছে৷ তাদের তদন্তে হয়তো  জালিয়াতির পুরো চিত্র জানা যাবে বলে মনে করেন তিনি৷
    দুদক তাদের তদন্তের অংশ হিসেবে ১২ জনের সার্টিফিকেট গত বছরের জানুয়ারি মাসে বেইজিং-এ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যাচাই করে ভুয়া বলে নিশ্চিত হয়৷ সনদ যাচাইয়ের ক্ষেত্রে তারা রেজিষ্ট্রার এবং প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে৷

    ইকবাল আরসালান খান বলেন, ‘‘এক লাখ পাঁচ হাজার ডাক্তার ও ডেন্টিস্ট বিএমডিসির রেজিষ্টার্ড৷ এই নিবন্ধন ছাড়া বাংলাদেশে কোনো চিকিৎসক প্র্যাকটিস করতে পারেন না৷ এর মধ্যে একটি অংশ বিদেশ থেকে এমবিবিএস ডিগ্রিধারী৷ আগে যে প্রক্রিয়ায় নিবন্ধন দেয়া হয়েছে তাতে এরকম আরো ভুয়া চিকিৎসকের রেজিষ্ট্রেশন নেয়ার আশঙ্কা করছি৷’’

    তিনি জানান, প্রাইভেট মেডিকেল কলেজে নিয়মের বাইরে ভর্তি হয়েও অনেকে এমবিবিএস ডিগ্রি নিয়েছেন৷ রেজিষ্ট্রেশনও নিয়েছের তারা৷ এখন তাদের ব্যাপারেও তদন্ত হচ্ছে৷

    বিএমএ-এর মহাসচিব অধ্যাপক ডা. এহতেশামুল হক চৌধুরী বলেন, ‘‘এই ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন৷ পুরো বিষয়টি নিয়ে আরো গভীর তদন্ত হওয়া প্রয়োজন৷ এটা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে৷’’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় ডাক্তারি ডিগ্রি নিয়ে, বিদেশের সন্দেহ স্বাস্থ্য
    Related Posts
    শরীফকে চাকরি ফেরত

    সেই শরীফকে চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

    July 9, 2025
    Palak

    আদালতে পলকের কান্না, যা জানালেন আইনজীবী

    July 9, 2025
    Dudok

    আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ

    July 9, 2025
    সর্বশেষ খবর
    OnePlus Nord CE5

    বাজারে লঞ্চ হলো OnePlus Nord CE5, শক্তিশালী ব্যাটারিসহ দারুণ ফিচার

    ওয়েব সিরিজ

    রিলিজ হলো নতুন রোমান্টিক ওয়েব সিরিজ, সম্পর্কের জটিলতায় ভরপুর কাহিনি!

    Banana

    কলার আড়ত থেকে ‘সবুজ ফণিমনসা’ সাপ উদ্ধার

    iPhone 17 Pro iPhone Pro Max

    iPhone 17 Pro, iPhone Pro Max Get Major Camera Upgrade and New Design Ahead of September 2025 Launch

    ডিপজল

    মামলার পর মুখ খুললেন ডিপজল

    জেদ্দায়

    জেদ্দায় সৌদি যুবরাজের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    Income

    ওয়েব সাইট দিয়ে কীভাবে ইনকাম করা যায়

    Emam

    ইমামতি না করেও শ্রেষ্ঠ ইমাম হলেন জসিম উদ্দিন

    রোমান্স

    রাত ১২ টায় কে কার উপরে চেপে বসে? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস

    ওয়েব সিরিজ

    নেট দুনিয়ায় আলোড়ন তোলা ৫টি ওয়েব সিরিজ, যা গল্প ও অভিনয়ে সেরা!

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.