জুমবাংলা ডেস্ক: জ্বালানি সাশ্রয়ে মহানগরী খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় লোডশেডিং শুরু হলেও আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সম্ভাব্য লোড শেডিং শিডিউল প্রণয়ন করতে পারেনি ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো)। ফলে কোথায় কখন লোড শেডিং জানতে না পেরে ভোগান্তির শিকার হয়েছে এ অঞ্চলের গ্রাহকরা।
গ্রাহকদের অভিযোগ, সোমবার রাত থেকে একাধিকবার বিদ্যুৎ কম্পানির ওয়েবসাইট ভিজিট করেও লোড শেডিং সংক্রান্ত তথ্য মেলেনি। এমনকি সংবাদ বিজ্ঞপ্তি আকারেও কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে দিনে একাধিকবার লোড শেডিং হচ্ছে। অন্যান্য বিদ্যুৎ সেবা প্রতিষ্ঠান সোমবার রাতেই তাদের সূচি প্রকাশ করলেও ওজোপাডিকোর কোনো তথ্য নেই।
ওজোপাডিকো কর্মকর্তারা বলছেন, লোড শেডিং সূচি প্রণয়নে কাজ চলছে। দ্রুতই তা আপ করা হবে।
ওজোপডিকোর তথ্য অনুযায়ী, বিদ্যুৎ সেক্টর বিভাজনসহ বিদ্যুৎ উৎপাদন, পরিচালন ও বিতরণ ব্যবস্থায় সিস্টেম লস হ্রাসকরণ ও আর্থিক অবস্থা শক্তিশালীকরণের লক্ষ্যে পাবলিক লিমিটেড কম্পানি আইন/১৯৯৪-এর অধীনে ২০০২ সালর নভেম্বরে বিদ্যুৎ বিতরণ কম্পানি হিসেবে ওজোপাডিকো গঠন করা হয়। ২০০৩ সালের ১ অক্টোবর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ, পশ্চিমাঞ্চল, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ভৌগোলিক এলাকা বাদে, খুলনা, বরিশাল ও বৃহত্তর ফরিদপুর বিভাগের ২১টি জেলা ও ২০টি উপজেলায় কর্মরতদের লিয়নে ওজোপাডিকোতে হস্তান্তর করা হয়। সংস্থাটি ২০০৫ সালে ১ এপ্রিল থেকে বিদ্যুতের পশ্চিমাঞ্চলে স্বাধীনভাবে কাজ শুরু করে। আওতাধীন এলাকার মধ্যে রয়েছে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ,মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ এবং বরিশাল বিভাগের বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলা। চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিতরণ বিভাগের গ্রাহকসংখ্যা ১৪ লাখ ২০ হাজার ২১৪ জন।
মহানগরীর খুলনার বসুপাড়া এলাকার বাসিন্দা সাজ্জাত হোসেন বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি উদ্যোগ খারাপ নয়। কিন্তু সোমবার রাত থেকে কখন বিদ্যুৎ থাকবে না জানতে পারিনি। হঠাৎ দেখি দুপুর ১২টায় বিদ্যুৎ নেই। আগে জানলে হাতের কাজগুলো যথাযথভাবে করা যেত। ’
খালিশপুরের বাসিন্দা আবুল বাশার বলেন, ‘দেশের অন্য সব বিদ্যুৎ বিতরণ বিভাগ লোড শেডিংয়ের শিডিউল দিয়েছে। আমরা কোনো খবর পাইনি। তাই কখন বিদ্যুৎ থাকবে না, এ নিয়ে বিড়ম্বনায় আছি। ’
ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বিদ্যুতের লোড শেডিং শিডিউল তৈরি হচ্ছে জানিয়ে মঙ্গলবার দুপুরে বলেন, ‘আমি ঢাকায় মিটিংয়ে রয়েছি। তবে এলাকাভিত্তিক ম্যাপ তৈরি কাজ চলছে। দ্রুতই ওয়েবসাইটে পাওয়া যাবে। ’
এই গরমে সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।