জুমবাংলা ডেস্ক : ফেনীর দাগনভূঞায় এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে তার চাচাতো দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার এক বাড়ি থেকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে (৩৯) গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ওই নারীর ঘরে কেউ না থাকার সুযোগে চাচাতো দেবর জাহাঙ্গীর আলম সেখানে ঢুকে তাকে ধর্ষণ করে। এসময় ওই নারীর চিৎকারে বাড়ির অন্য লোকজন এগিয়ে এসে জাহাঙ্গীরকে আটক করা হয়। এর পরদিন জাহাঙ্গীরকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন নির্যাতনের শিকার নারী।