Advertisement
  
  
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে ভোটে জিতেছেন সোহম। তবে প্রথম জয় পাওয়ার দিনই পেলেন বড় ধরনের দুঃসংবাদ। রবিবার নির্বাচনের ফল ঘোষণার পর বাঁধভাঙা আনন্দের মধ্যে শ্যালিকা পারমিতা নাথের (৩৫) অস্বাভাবিক মৃত্যুর খবর পান তিনি।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, রবিবার কেষ্টপুরের এএইচ ব্লকের অভিজাত ফ্ল্যাট থেকে পারমিতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বোনের মৃত্যুর খবর শুনে সঙ্গে সঙ্গে কেষ্টপুরে ছুটে গেছেন সোহমের স্ত্রী তনয়া পাল। এ ঘটনায় পারমিতা নাথের স্বামী রুদ্রপ্রসাদ ও শাশুড়ি বাসন্তী নাথের বিরুদ্ধে পারমিতাকে নির্যাতনের মামলা করেছেন সোহমপত্নী। পুলিশ পারমিতার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



