
জুমবাংলা ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাজধানীর মিরপুর, রুপনগর, ভাটারা, রামপুরা ও মগবাজার এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে ৫০ জনকে ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া একইদিন অপ্রয়োজনে সড়কে বের হয়ে ঘোরাঘুরি করায় ১০ জনকে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।
র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অকারণে বাসা থেকে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু কিছু মানুষ নিয়ম ভাঙছেন এবং ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছেন। তাই সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে, জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবিলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি কমানো, সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণে অভিযানটি চালানো হয়। অভিযানকালে অকারণে বা আড্ডা দিতে ঘর থেকে বের হয়েছেন বা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছেন এমন ৫০ জনকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে আর্থিক জরিমানা করা হয়েছে।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, মঙ্গলবার মিরপুর এলাকার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। এ সময় অরক্ষিত ভাবে বাইরে বের হওয়া ও অপ্রয়োজনে রাস্তায় ঘুরাঘুরি ও জিজ্ঞাসাবাদে কোনো যৌক্তিক কারন বলতে না পারায় ১০ জনকে বিভিন্ন পরিমানে আর্থিক জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে র্যাব-৪ এর এই বিশেষ মোবাইলকোর্ট প্রতিদিন পরিচালিত হবে। র্যাব-৪ এর পক্ষ থেকে জন সাধারণকে সতর্ক করা হচ্ছে যে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা অপ্রয়োজনে বাসার বাইরে বের হবেন এবং অযথা রাস্তায় ঘুরে বেড়াবেন তাদের ভ্রম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানার পাশাপাশি কারাদন্ডও দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।