শিক্ষা ডেস্ক: সুইডেনে পড়াশোনা অনেকটাই ব্যয়বহুল। তবে দেশটিতে বিনা বেতনে পড়াশোনারও সুযোগ রয়েছে। সুইডিশরা ছাড়াও দেশটিতে বসবাস করা বিদেশি নাগরিকরা শর্ত সাপেক্ষে সেখানে পড়াশোনা করতে পারবেন। ওয়ার্ক পারমিট ছাড়াও ফ্যামিলি ভিসা এবং অন্যান্য ক্যাটাগরিতে থাকা যে কেউ বিনা বেতনে বিশ্ববিদ্যালয় থেকে নিতে পারেন উচ্চ শিক্ষা। সময় নিউজের প্রতিবেদক শফিউল আলম-এর প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।
উচ্চ শিক্ষার জন্য সারা বিশ্বে সুপরিচিত সুইডেন। প্রতিবছর বিপুলসংখ্যক বিদেশি শিক্ষার্থী সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হন উচ্চা শিক্ষা নিতে। টিউশন ফি বাবদ তাদের গুনতে হয় বাংলাদেশি মুদ্রায় ৮ থেকে ১৫ লাখ টাকারও বেশি। তবে কাজের অনুমতি নিয়ে বসবাস করা বা ফ্যামিলি ভিসাসহ অন্যান্য ক্যাটাগরিতে সুইডেনে বসবাস করা বিদেশি নাগরিকরা বিনা বেতনে দেশটিতে পড়াশোনার সুযোগ পান।
সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার ক্ষেত্রে সুইডিশ বা ইংরেজি ভাষায় দক্ষতাকে বেশি গুরুত্ব দেয়া হয়। ১৬ বছরের বেশি বয়সের বিদেশি নাগরিকরা রাষ্ট্রীয় তহবিলে পরিচালিত অভিবাসীদের জন্য সুইডিশ ভাষা শিক্ষা কোর্স করার সুযোগ পান।
এছাড়া রয়েছে স্বল্প ও দীর্ঘ মেয়াদি ভোকেশনাল কোর্স করার সুযোগ। ব্যয়বহুল একটি দেশে বিনা বেতনে পড়াশোনা করতে খুশি প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা।
আগে সুইডেনে ইউরোপের বাইরের দেশের শিক্ষার্থীরা স্টুডেন্ট ভিসায় গেলেও বিনা বেতনে পড়ার সুযোগ পেতেন। ২০১১ সালের পর এ নিয়ম বন্ধ করে দেয় দেশটির সরকার। তবে বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপের ব্যবস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।