বিনিয়োগকারীদের টাকা ফেরত দেবে ডেসটিনি: রফিকুল আমিন

জুমবাংলা ডেস্ক : দীর্ঘ ১২ বছর কারাভোগের পর বৃহস্পতিবার প্রথমবার অফিস করলেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। রাজধানীর বৈশাখী টেলিভিশন ভবনের পঞ্চম তলায় অবস্থিত তার অফিসে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় রফিকুল আমিন বিনিয়োগকারীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি জানান, ডেসটিনি গ্রুপের ৪৫ লাখ বিনিয়োগকারীর প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। তিনি স্বীকার করেন, দীর্ঘ ১২ বছর কারাবন্দি থাকায় বিনিয়োগকারীদের প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব হয়নি। তবে এখন বিনিয়োগকারীদের পাওনা টাকা পরিশোধ করে নতুন উদ্যোমে ব্যবসা শুরু করার পরিকল্পনা রয়েছে।

রফিকুল আমিন বলেন, “আমরা ডিপফেইথের উদ্যোগ নেব। এটি আদালতের নির্দেশ নয়, বরং আমাদের নিজস্ব দায়বদ্ধতা থেকে এটি করছি। বিনিয়োগকারীদের কয়েকশো কোটি টাকা ফেরত দিতে হবে। যাদের পাওনা ফেরত দেওয়া জরুরি, তাদের একটি তালিকা তৈরি করা হবে। তাদের পাওনা দ্রুত পরিশোধ করা হবে। যাদের ক্ষেত্রে তেমন জরুরি নয়, তাদের টাকা ধীরে ধীরে পরিশোধ করা হবে।”

তিনি আরও বলেন, “কিছু মানুষকে আর্থিকভাবে সচল রাখতে হবে, কারণ তারা টিকে থাকলে আমাদের ব্যবসাও টিকবে। আমরা এ বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করছি।”

স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয় বেড়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেসটিনি গ্রুপের এমডির এই উদ্যোগ বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

বিনিয়োগকারীদের টাকা ফেরত দেবে ডেসটিনি

সূত্র : দৈনিক জনকণ্ঠ