জুমবাংলা ডেস্ক : দেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে সফররত যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের সঙ্গে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বৈঠকে বসবেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, বিনিয়োগ আর্কষণে খুব শিগগিরই নতুন জ্বালানি নীতি প্রকাশ করবে সরকার।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের বিষয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
আশিক মাহমুদ বলেন, মার্কিন শুল্কের সমস্যা শুধু বাংলাদেশের না। এটা বৈশ্বিক সমস্যা। এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। আমাদের এই কৌশলকে সঠিক বলেছেন বিনিয়োগ সম্মেলনে আসা উদ্যোক্তারা।
দেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে সফররত যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের সঙ্গে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বৈঠকে বসবেন বলেও জানান আশিক মাহমুদ। তিনি আরও বলেন, বাগেরহাটের মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে চীন।
বিডার চেয়ারম্যান বলেন, জ্বালানি নিয়ে বর্তমানে উদ্যোক্তা বা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আছে। বিনিয়োগ আর্কষণে খুব শিগগিরই নতুন জ্বালানি নীতি প্রকাশ করবে সরকার।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেন, ৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে মহাকাশ গবেষণায় যুক্ত হলো বাংলাদেশ। আগামী ২০-২৫ বছরের মধ্যে বাংলাদেশ মহাকাশ গবেষণার ইতিহাসে উল্লেখযোগ্য স্থানে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।