আন্তর্জাতিক ডেস্ক : মোবাইল ফোনের সামনের ক্যামেরায় সেলফি তোলার বাতিক আছে অনেকেরই। এই সেলফি তুলেতে গিয়ে বিশ্বজুড়ে কত যে দুর্ঘটনা ঘটেছে তার কোনো ইয়াত্তা নেই। তারপরও থেমে নেই সেলফি তোলা।
তবে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের সামনে সেলফি তুলে কোনো দুর্ঘটনার কবলে না পড়লেও বিপাকে পড়েছেন পাকিস্তানের অভিনেতা আদনান সিদ্দিকী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিপজ্জনক ওই সেলফি তোলার জন্য নেটমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আদনান। তবে এতে অবশ্য তার কোনো হেলদোল নেই। বরং নেটমাধ্যমে ভাইরাল হতে পেরে ভীষণ খুশিই তিনি।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের করাচিতে শুল্ক দফতরে জব্দ করা মাদক পুড়িয়ে দেওয়া হচ্ছিল। ওই সময় আদনান সেখানে উপস্থিত ছিলেন। তিনি আগুনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর তারপরই তা ভাইরাল হয়ে যায়।
সেই ছবি দিয়েই নানা রকম মিম তৈরি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা দেখে খুশি আদনানও। ভবিষ্যতেও এই রকম বা এর চেয়েও মজাদার কোনো মিমের উপযোগী ছবি পোস্ট করার আশ্বাস দিয়েছেন তিনি।
আদনান পাকিস্তানের টিভির পর্দায় জনপ্রিয় অভিনেতা। ‘দায়রা’ সিরিয়ালে তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের।
View this post on Instagram
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।