আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ব্রাজিল। দেশটির মানাউস শহরের হাসপাতালগুলো করোনা রোগী সামলাতে হিমশিম খাচ্ছে। সাম্প্রতিক পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, করোনার সংক্রমণ বাড়ায় দেশটির হাসপাতালগুলোতে অক্সিজেন এবং স্টাফের সংকট দেখা দিয়েছে।
এরই মধ্যে দেশটির উত্তরাঞ্চলীয় অ্যামোজোনাস রাজ্যে কারফিউ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ১০ দিনের এ কারফিউ ঘোষণা করা হয়। এই রাজ্যের মানাউস শহরটিতে বর্তমানে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার বেড়েছে।
স্বাস্থ্যকর্মীরা দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে সতর্ক করে বলেছেন, কম সংখ্যক সরঞ্জাম এবং সহযোগিতার অভাবে করোনায় বহু লোকের মৃত্যু হতে পারে।