জুমবাংলা ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৩৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২৮ জুন) ভোর রাত ৪টা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের পাকুল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েছেন ঈদযাত্রী ঘরমুখো মানুষ।
মহাসড়কে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তারা জানান, মহাসড়কে প্রচণ্ড গাড়ির চাপ, বৃষ্টি, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাওয়া, বঙ্গবন্ধু সেতুর ওপর একাধিক দুর্ঘটনা, কয়েক দফা টোল আদায় বন্ধ থাকা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
তারা জানান, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর গাড়ির সংঘর্ষ ও একটি পিকআপ বিকল হয়ে যায়। পিকআপটি সরাতে ১ ঘণ্টারও বেশি সময় লেগেছে। এতে ভোর ৪টা ১৫ থেকে ৪টা ৫৩ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। যার কারণে যানজট সৃষ্টি হয়।
এদিকে বাস না পেয়ে অনেকেই পিকআপ ও খোলা ট্রাকে বাড়ি ফিরছেন। তবে যানজট ও বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন তারা।
বাসে টিকিট না পেয়ে ট্রাকে করে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও ফিরছিলেন ইশতিয়াক হোসেন নামে এক ব্যক্তি। তিনি বলেন, বাসে টিকিট পাইনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাকে বাড়ি ফিরছি। এরমধ্যে ভয়াবহ জ্যাম। কিন্তু হঠাৎ বৃষ্টি এসে কষ্টটা আরও বাড়িয়ে দিয়েছে। এখন জানি না কখন এই জ্যাম ছাড়বে আর কখন বাড়ি ফিরব।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হাসান বলেন, সেতুর ওপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট শুরু হয়। আমরা সড়কে দায়িত্ব পালন করছি। গাড়ির টান শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



