বিনোদন ডেস্ক : বলিউডের প্রথম সারির তন্বী ও আবেদনময়ী অভিনেত্রী বিপাশা বসু সম্প্রতি নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। সন্তান হওয়ার পর তার শরীর ও চেহারায় আসা পরিবর্তন নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ভাইরাল হয়েছে অভিনেত্রীর একটি নতুন ছবি, যা ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগী ও সমালোচকরা।
Table of Contents
সন্তানের পর বিপাশা বসুর শরীরের পরিবর্তন
সন্তান জন্মের পর বিপাশা বসু‘র ওজন বেড়ে গিয়েছিল। এটি যে একটি স্বাভাবিক ঘটনা, তা অনেকেই বুঝতে পারলেও সামাজিক মাধ্যমে ছবিটি ভাইরাল হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে। তবে অনুরাগীরা জানেন, তিনি পরবর্তীতে সেই ওজন অনেকটাই কমিয়ে ফেলেছেন।
ভাইরাল ছবির নেপথ্যে
সম্প্রতি মেকআপ ছাড়াই রাস্তায় বের হন বিপাশা বসু। সেসময় কিছু ফটোগ্রাফারের ক্যামেরাবন্দি হন তিনি। সেই ছবিই বর্তমানে নেটমাধ্যমে ভাইরাল। ছবি দেখে অনেকেই বিস্মিত হয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে থাকেন।
নেটিজেনদের প্রতিক্রিয়া
ছবিটি ঘিরে সামাজিক মাধ্যমে দ্বিমত দেখা গেছে। অনেকেই কটাক্ষ করেছেন বিপাশা বসুকে, আবার অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। এক নেটিজেন লিখেছেন, “তিনি নিজেই সন্তান জন্ম দিয়েছেন, সারোগেসির আশ্রয় নেননি। এই সাহসিকতা প্রশংসার যোগ্য।” আরেকজন লিখেছেন, “এখন তিনি তার মাতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন, এটা সম্মানের বিষয়।”
অপরাজিতা আঢ্যের প্রতিবাদ
নিন্দুকদের বিরুদ্ধে মুখ খুলেছেন টালিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বিপাশা বসু প্রসঙ্গে তিনি বলেন, “কিছু মানুষ খারাপ কথা বলার জন্যই থাকে। এদের পাত্তা দেওয়ার প্রয়োজন নেই।” পাশাপাশি তিনি জানান, এই ধরনের নিম্নরুচির কারণে তিনি সামাজিক মাধ্যম ব্যবহার করেন না।
সন্তান জন্মের পর নারীদের শরীরের পরিবর্তন এক স্বাভাবিক প্রক্রিয়া। বিপাশা বসু সেই পরিবর্তনকেই মেনে নিয়েছেন এবং মাতৃত্বকে গুরুত্ব দিয়েছেন। তার ভাইরাল হওয়া ছবিকে ঘিরে যতই সমালোচনা হোক, অনেকেই তার পাশে থেকে সমর্থন জানিয়েছেন। সামাজিকভাবে এমন ইতিবাচক মনোভাবই একজন মাতৃরূপী নারীর প্রতি সম্মান প্রদর্শনের উপযুক্ত উদাহরণ।
FAQs
1. বিপাশা বসু কবে মা হয়েছেন?
বিপাশা বসু ২০২২ সালে কন্যা সন্তানের মা হন।
2. সন্তান হওয়ার পর বিপাশা বসুর ওজন কি বেড়ে গিয়েছিল?
হ্যাঁ, সন্তান প্রসবের পর তার ওজন কিছুটা বেড়ে যায়, যা অনেক মায়ের ক্ষেত্রেই ঘটে।
3. বিপাশা বসুর ভাইরাল হওয়া ছবিটি কবে তোলা হয়?
সম্প্রতি কোনো মেকআপ ছাড়াই রাস্তায় বের হলে ফটোগ্রাফাররা তাকে ক্যামেরাবন্দি করেন, সেই ছবিই ভাইরাল হয়েছে।
4. বিপাশা বসুর ভাইরাল ছবিটি নিয়ে কী ধরনের প্রতিক্রিয়া হয়েছে?
ছবিটি নিয়ে নেটমাধ্যমে কটাক্ষ ও সমর্থন—দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা গেছে।
5. অপরাজিতা আঢ্য বিপাশা বসুকে নিয়ে কী বলেছেন?
তিনি বলেন, কিছু মানুষ শুধু খারাপ কথা বলার জন্যই জন্মায়, তাদের পাত্তা দেওয়ার প্রয়োজন নেই।
6. বিপাশা বসু কি ওজন কমিয়েছেন?
হ্যাঁ, সামাজিক মাধ্যমে দেখা গেছে তিনি আগের চেহারায় ফিরে আসছেন এবং নিজেকে ফিট রাখছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।