বিনোদন ডেস্ক : অবশেষে চুড়ান্ত হল বঙ্গবন্ধু বিপিএল কনসার্টের স্টেজ পারফর্মারদের তালিকা। জমকালো এই সঙ্গীত সন্ধ্যায় দুই বলিউড সুপার স্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফে সঙ্গে মঞ্চ মাত করতে থাকছেন বলিউডের দুই সঙ্গীত তারকা সনু নিগাম ও কৈলাশ খের। তাদের পাশাপাশি সুরের মূর্ছনায় দর্শক মাতাবেন লাল সবুজের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যান্ড তারকা জেমস। সুরকণ্ঠী মমতাজও যে থাকছেন সে খবর জানা হয়ে গেছে আগেই।
লেঅ
বুধবার (৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।
তিনি বলেন,‘সালমান খান, ক্যাটরিনার কথা তো আগেই বলেছি। কৈলাশ খের, সনু নিগামকেও আমরা নিশ্চিত করেছি। বাংলাদেশ থেকে থাকছে মমতাজ ও জেমস।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ ডিসেম্বরের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তার হাতেই পর্দা উঠবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এবারের বিপিএল-এর।
উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপ্তি হবে ৬ ঘণ্টা। বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। দর্শনার্থীদের জন্য বিকেল ৩টায় গেট খুলে দেওয়া হবে। আর বন্ধ হবে সাড়ে ৫টায়।
প্রসঙ্গত আগামি ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.