স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ দিয়ে সাকিব-তামিমের দ্বন্দ্ব সবার সামনে আসে। সেই দ্বন্দ্ব পিছনে ফেলে আবারও মাঠে লড়াইয়ে নামছে এই দুই তারকা। তাও প্রতিপক্ষ হিসেবে। মাঠে দুজনের কথাও হতে পারে তবে দুজন দুজনকে যে প্রাণপনে হারাতে চাইবেন সেটি হলফ করে বলাই যায়।
আজ বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল এবং সাকিবের রংপুর রাইডার্স। দুপুর দেড়টায় মিরপুরে শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াই ছাপিয়ে এই ম্যাচে সাকিব-তামিম দ্বৈরথ বাড়তি উন্মাদনা ছড়িয়েছে।
এদিকে কাল ইংল্যান্ডে চোখের ডাক্তার দেখিয়ে দেশে ফিরেই অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব। প্রথম ম্যাচে সাকিবকে ঘিরেই রণকৌশল সাজাবে রংপুর। নুরুল হাসান সোহান অধিনায়ক হলেও সাকিবই রংপুরের অন্যতম কান্ডারি সেটি বলার অপেক্ষা রাখে না। এই দুজনের পাশাপাশি শেখ মেহেদী, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারি, হাসান মুরাদ, আবু হায়দার রনির মতো তারকা ক্রিকেটাররা আছেন রংপুরের ডেরাতে।
বাবর আজম, নিকোলাস পুরান, হাসারাঙ্গার মতো তারকার এখনো দলের সাথে যোগ না দিলেও প্রথম ম্যাচে রংপুর পাচ্ছে মোহাম্মদ নবী, ওমরজাই, ব্রেন্ডন কিং ও সালমান এরশাদকে।
তবে দেশি তারকাদের বিচারে সবচেয়ে এগিয়ে ফরচুন বরিশাল। তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মিরাজ, সৌম্য, সাইফুদ্দিনের মতো তারকারা আছেন দলে। বিদেশিরাও হেভিওয়েট। প্রথম ম্যাচেই শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান, দুনিথ ওয়েলালাগের মতো ক্রিকেটারদের পাচ্ছে বরিশাল। ম্যাচের আগের দিন দলে সাথে যুক্ত হয়েছেন টেকনিক্যাল ডাইরেক্টর ডেভ হোয়াটমোর। অধিনায়ক তামিমের মতেও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট তার দল।
টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াইয়ে ফেভারিট বেছে নেয়া খুব কঠিন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে সেরাটা দেয়া দলই জিতবে বলে বিশ্বাস মেহেদী হাসান মিরাজের।
তিনি বলেন, যে জিতবে সে ফেভারিট। আগে থেকে কাউকে ফেভারিট বলা যাবে না। আমি কখনও বিপিএল শিরোপা জিতিনি। এবার চ্যাম্পিয়ন হতে চাই।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.