স্পোর্টস ডেস্ক : একসময় আশরাফুলের নামে ভরে ওঠত গ্যালারি, উৎকন্ঠায় থাকত মানুষ, মেক্সিকান ওয়েভে কাঁপত মানব সমুদ্র। সেই আশরাফুল এবার অবিক্রিত রয়ে গেছেন বঙ্গবন্ধু বিপিএলে।
বুধবার (২০ নভেম্বর) আশরাফুল বলেন, কেউ আমাকে দলে নিলে খেলতে রাজি আছি। দল পাওয়া বা না পাওয়া তো আমার হাতে নেই। যেটা আমার হাতে সেটা করার চেষ্টা করব। সামনে বিসিএল হবে, প্রিমিয়ার লিগ হবে। এগুলোর জন্য প্রস্তুত হব।
আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের সপ্তম আসর। এবারের আসরে ৭টি দল অংশ নেবে। প্রতিটি দলই নিলাম থেকে পছন্দের ক্রিকেটার নিয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


