স্পোর্টস ডেস্ক : এবারের বঙ্গবন্ধু বিপিএলে প্রতিটি দল ড্রাফটের বাইরে থেকে দু’জন করে বিদেশি খেলোয়াড় নিতে পারবে। সেই সুযোগটাই নিয়েছে রাজশাহী।
নিজেদের অধিনায়ক হিসেবে তারা পাকিস্তানি শোয়েব মালিককে বেছে নিয়েছে। পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিককে নেয়ার বিষয়টি নিজেদের ফেসবুক পেজের মাধ্যমে নিশ্চিত করেছে রাজশাহী।
রাজশাহী রয়্যালসের ফেসবুকে বলা হয়েছে, ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার! টি-টোয়েন্টিতে ৩৭.২২ গড়ে ৯১২০ রান। সঙ্গে ৫৪টি হাফ সেঞ্চুরি ও ১২৫ স্ট্রাইকরেট, দুর্দান্ত। বল হাতে আবার ১৪২ টি ২০ উইকেট। শোয়েব মালিকের নামটি মনে রাখুন! এবারের বিপিএলে তিনিই আমাদের অধিনায়ক থাকবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


