স্পোর্টস ডেস্ক : বিপিএলের ১১তম আসর শেষ হয়েছে। যেখানে ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। এবারের বিপিএলে সেরা পারফর্ম করা ক্রিকেটারদের মাঝে পুরস্কৃত হয়েছেন কিছু অসাধারণ খেলোয়াড়।
মেহেদী হাসান মিরাজ (সিরিজ-সেরা) : এবারের বিপিএলের টুর্নামেন্টে সেরার পুরস্কার উঠেছে খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে।
ব্যাটে-বলে পারফর্ম করে খুলনা টাইগার্সকে ফাইনালে তুলতে সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে ১৪ ইনিংসে ৩৫৫ রানের পাশাপাশি বোলিংয়ে শিকার করেছেন ১৩টি উইকেট। আর এই পুরস্কারের অর্থ ১০ লাখ টাকা পেয়েছেন মিরাজ।
তামিম ইকবাল ( ফাইনাল-সেরা) : ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল দলটিকে চ্যাম্পিয়ন করার পথে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন।
আর ফাইনালে বড় লক্ষ্য তাড়ায় ২৯ বলে ৯ চার এবং ১ ছক্কায় ৫৪ রান করে শিরোপা জেতানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। এমন ইনিংসে ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার উঠেছে তামিমের হাতে, অর্থ হিসেবে তিনি পাঁচ লাখ টাকা পেয়েছেন।
মোহাম্মদ নাইম শেখ (সর্বোচ্চ রান সংগ্রাহক) : এবারের বিপিএলজুড়ে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন খুলনার ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কারটি উঠেছে তারই হাতে।
এবারের বিপিএলে একটি সেঞ্চুরি ও তিন ফিফটিতে তিনি ৫১১ রান করেছিলেন। সেরা ব্যাটার হয়ে নাইমের হাতে উঠেছে পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কার।
তাসকিন আহমেদ (সেরা বোলার) : এবারের বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্ব গড়েছেন তাসকিন আহমেদ। এক ম্যাচে ৭ উইকেটসহ ১২ ইনিংসে ২৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন তাসকিন। দুর্বার রাজশাহীর এই পেসার পেলেন পাঁচ লাখ টাকা।
মুশফিকুর রহিম (সেরা ফিল্ডার) : ১১তম বিপিএলে টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কারটি জিতেছেন মুশফিকুর রহিম। আসরজুড়ে উইকেটের পেছনে ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করে মুশি সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন। পেয়েছেন তিন লাখ টাকা।
তানজিদ হাসান তামিম (সেরা উদীয়মান ক্রিকেটার) : দল হিসেবে ঢাকা ক্যাপিটালস সফল না হলেও দলটির ওপেনার তানজিদ তামিম ইতিহাস গড়েছেন এবারের বিপিএলে। এক আসরে সর্বোচ্চ (৩৬ ছক্কা) ছক্কা মারার কীর্তি গড়েছেন। আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারটি পেয়েছেন। এই কীর্তি গড়ে তানজিদ তামিম তিন লাখ টাকা অর্থপুরস্কার পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।