বিপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার পর থেকেই গুঞ্জন ছিল এবার সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে বিসিবি। যেখানে সিলেটে বিপিএলের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৬ ডিসেম্বর। সবচেয়ে কম ম্যাচ আয়োজিত হবে ঢাকার মিরপুরে।

বিপিএলের ১২তম আসরের উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচেই স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
বিপিএলে এতদিন ঢাকা পর্ব দিয়েই টুর্নামেন্ট মাঠে গড়াত। তবে এবার সিলেটের পর চট্টগ্রাম হয়ে ঢাকা পর্ব শুরু হবে। দলের সংখ্যা আগের আসর থেকে কমে যাওয়ায় এবার ম্যাচ সংখ্যাও কমেছে।
সিলেট ও চট্টগ্রামে ১২টি করে ম্যাচ আয়োজিত হলেও সবচেয়ে কম ১০ ম্যাচ হবে ঢাকায়। গ্রুপ পর্বের ৬ ম্যাচের সঙ্গে কোয়ালিয়ার রাউন্ড ও ফাইনালসহ বাকি ৪ ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বিপিএলের ফাইনাল ম্যাচ হবে ২০২৬ সালের ২৩ জানুয়ারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



